Wednesday, April 13, 2016
শিবির – ১
ছুরি ছুরি করে নেমে আসছ
বুক নয়
ছড়ানো ত্রিপল
এখানে লম্বা খুঁটি,
সারি সারি হোমো সেপিয়েন্স
শরণার্থী
একশো গজ দূর থেকে পিঠ তাক করা
বুলেট, স্বাগত জানায়
মাঝেমধ্যে
এরপরেও
ভালোবাসবে? চুমু দিয়ে
ঘুরিয়ে দেবে হাওয়াপথ
যাত্রা
যা বোতলের ভেতর চিঠি
পাউরুটি
তা খিদের পর
একশোটা পেট
জায়মান, ভোট
বাক্সবন্দী গর্জন
তালা খোলো, ঈশ্বর
খিদে দাও, খিদে লাগুক পেটে, একশো বুলেটের
শিবির – ২
তিনদিনের পর
বাসি বাসি চিন্তার ছবি
লিঙ্গে মরচে কাটানোর
আগুন
আসছে
কালি চোখ
ধুলো মাই,
হুক যা আগলাতে পারছে না
আগলে নিচ্ছে দৃষ্টি, সুদূর
যে পেচ্ছাপ অঙ্গ
তিনদিন পেল না
হাইজিন, সেখানে আরও আরও
অস্বাস্থ্য মানুষের ভিড়
খিদের ঝোঁকে
চাষ হচ্ছে মন
এখানেও!
শিবির শব্দতেও
দাগ পড়ছে, প্রাইস ট্যাগের
শিবির – ৩
ওষুধ হচ্ছে
লাশ থেকে জান ফিরে আসলে
জানানো হচ্ছে
ঘরদালানকে,
ঝাণ্ডা মাথা মুড়ে দিচ্ছে শিবিরের সহ্য প্রতিক্রিয়া
এখানে গায়ের নম্বরে চেনা যাচ্ছে
গোপন অঞ্চল, অন্তর্বাসের সাইজ
প্রেম হয়ে যাচ্ছে ছাদহীনতায়
আর ব্লু প্রিণ্ট
ভাই ছেড়ে পালানো,
বাবার প্রস্টেট রোগ,
কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছে না
আলো নেই অঞ্চলগুলোতে
তাঁবু দেখতে পাচ্ছে না
অর্গাজম, গেরিলাপ্রেম
প্লট বেচাকেনার সময়, মিডিলম্যান
দামের চেয়েও বেশী
যুদ্ধটাই মানসিক
Subscribe to:
Post Comments (Atom)
বেশ ভালো রে
ReplyDelete:)
Delete:)
Delete