Wednesday, April 13, 2016
হাত
১১
টা টা
হাত নাড়ছে
হাত নড়ছে
চলে যাচ্ছি
বলতে নেই
বরং প্রার্থনা
খালিহাতের বিদায়গুলি
পূর্ণ বেদুইনে আসুক ফিরে
১২
হুশ হাশ লাল
প্রতিবার
মাস্টারবেশনের পর
হাতের জিভ
নিশ পিশ লালা
১৩
সোনার কাঁকনে হীরের শেকল
যে যার হাত
সে তার অলঙ্কার
১৪
রোজ সেই হাতটাতে যাই
কথা অমৃত শুনি ঠাণ্ডা ঠাণ্ডা
শীতল পাটিতে নিজেকে মুড়ে
ফিরে আসি
সরল পাথরের দুটি হাত নিয়ে
১৫
কী কোরে এমন তীব্র হতে পারে হাত
হাতির দাঁতের থেকে শক্ত আর মজবুত
পররাষ্ট্র থেকেও পরাধীন
শীর্ণচূড়ার স্বদেশ
কী কোরে এমন বিভিন্ন ইজম
লোফালুফি
কোলাকুলি
এমন হাত ফেলে যাওয়া যায় ?
কেমন লাগে
যদি মীর্জা
গালিবকে
১৬
যথেষ্ট রেললাইন না থাকায়
খন্দ খানার হাতগুলি বাঁচতে শিখছে
শুকনো রক্তের পাশাপাশি
যান্ত্রিক পাতালের তন্ত্রীতে
১৭
সমস্ত প্রকার ঈশ্বরের সম্ভাবনা
যে হাত বন্ধ করে
তার নাম ধর্ম
১৮
হাত কখনো সম্পূর্ণ হয় না
যতদিন
ভুল
ভুলের মাশুল
চ্যাটচেটে আঠা
স্নানের জলে মিশে যায়
১৯
হাত
শ্রেষ্ঠ যৌনঅস্ত্র
বড় মুখ করে তাকে ডাকি
মাদী ময়াল
২০
হাতটা ভালো ছবি করতো
একদিন সকালে দেখা গেল
হাতটা ভাল রকমের গান গাইতে পারে
মোমবাতি আঁকা
Subscribe to:
Post Comments (Atom)
হাতের যথেষ্ট তোলা মিছিল দেখালে। হাতটাই শ্রেষ্ঠ যৌন অস্ত্র আস্থা বাড়ল। তোমার কবিতাতে নিশপিশ করছে এখন। সাবাশ রত্না।
ReplyDelete