Wednesday, April 13, 2016
শিল্প হলো দেখা, বোঝা এবং
প্রকাশ করার একটি অবিরাম পদ্ধতির ফসল স্বরূপ। জলরঙে আঁকা শিল্পী গৌরব রায়ের এই
ছবিটি একটি নিসর্গচিত্র। শিক্ষা এবং জীবিকাসূত্রে নানা ভৌগলিক ও প্রাকৃতিক
পরিমন্ডলের মধ্যে গিয়ে পড়া, খুব কাছ থেকে পাহাড় এবং পাহাড়
সম্পৃক্ত জীবনযাত্রা দেখার অভিজ্ঞতা থেকেই ছবিটি নিঃসৃত হয়েছে। অনন্ত এক রহস্যময়
পাহাড়ের শীতল নীল ছায়া এসে পড়েছে সমতলের উপর। সমতলের জনারণ্যের ব্যস্তসমস্ত,
একঘেয়ে (Repeatative)
জীবনের মধ্যে একটু দায়মুক্ত শান্তির মতো।
চিত্রপটে উপস্থিত রয়েছে একটি মিশকালো ঘোড়া যার
চাবুক শরীরে প্রতিফলিত হচ্ছে সামনের জ্বলন্ত অগ্নিকুন্ডের আলো, আর পিছনের গাছগুলি আর্তনাদে ব্যস্ত। পশ্চাদপট অন্ধকার, ব্যস এইটুকু । শিল্পী সুকল্যাণ ঘোষ ছবিটির শিরোনাম রেখেছেন 'আলোছায়া'। না রং-তুলিতে আঁকা নয়, আপদমস্তক ধীর, নম্র শিল্পী কম্পিউটারের পর্দায় অসীম
ধৈর্যে ফুটিয়ে তুলেছেন মগ্ন চৈতন্যের এই চিত্রকল্পটি। অত্যাধিক বর্ণনা এই ছবির
রস্বাদন ব্যহত করবে বলে ধারণা।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment