Wednesday, April 13, 2016
ঝুরোকবিতা সিরিজ
(৬৯)
নগ্নতা ভালোবাসে আকাশের ঘন নীল আলো
সেখানে বুনোহাঁস চড়ে বেড়ায় রাজহাঁসের মতো
দুধেলা গাইয়ের স্তনে ঠোঁট রাখে উদ্বেল উদ্ভিদ
কিছুটা ভয় থাকেই এভাবে
ছিনিমিনি খেলাধুলোর ময়দানে
প্রতিবাদের কায়দায় মাথা তোলে কাঁটাতারের বেড়া
গাছেরা খুঁজে বেড়ায় তাদের ছায়ার অন্তর্বাস
(৭০)
বিষের প্রথাগত পাঠ ছিল আমাদের খরকাইয়ের জলে
সেতু খুঁজতে খুঁজতে তখন আমরা
আরোহণ করছিলাম খরকাইয়ের সেতু
আর হন্তারক মাছেরা কুরে কুরে খাচ্ছিল যোনিপথ জলপথ
নষ্ট চাঁদের জন্য যারা একদিন জান কবুল করেছিল
ট্র্যাপিজের খেলায় উগড়ে দিয়েছিল রক্তমুখী নীলা
যারা খেলতে চায় না তারাও ছিল সেই দলে
ভোরের অনেক আগেই অবগাহন করেছিল ঈশ্বরের প্রেমিকারা
(৭১)
কানামাছি খেলায় কারও চোখ বাঁধা ছিল না রুমালে
কেউ ছুঁয়ে দিচ্ছিল না কারও হাত মুখ অথবা বুক
শুধু লাল নীল গুলির শব্দে উন্মোচিত হচ্ছিল প্রজাপতির
ডানা
এই যে বাবুরা কার কি লাগবে জানাবেন প্লিজ
ডাল ঘাঁটার হাতা জল মোছার ন্যাতা নিরামিষ গরুর দুধ
রামমোহন এখনও ফেরেনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে
ফিরবে খুব তাড়াতাড়িই ফিরে আসবে
তার আগে বরং আপনারা শুনুন রাধেশ্যাম বাবাজীর
রবীন্দ্রসঙ্গীত
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment