• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Wednesday, April 13, 2016

বিশ্বরূপ দে সরকার

জল ও জলবায়ু

আমি বাঙালীর প্রতি ডাক্তার অনুভব করি
জ্বর হলে আমবাগান ও বৃষ্টির গন্ধ লেগে যায়
গড়িয়ে যাবার সম্পর্ক যাকে চিনি
সে পায়চারির মধ্যে ঢোকে এবং ব্লাউজের সঙ্গে ফোনালাপ করে

নড়াচড়া আসলে এক গভীর প্রতারনা
বাইরে থেকে অনুভব করি
তার শোষক মুঠির ভেতর
অপুষ্ট মাংসের নির্জন তিতির
সে যদি অন্তর্গত হয়, সে যদি সংক্রামক আয়নার কাছে
নিজেকে বর্ণনা করে
লাবণ্য ঘাই মারবে
বেদনার সঙ্গে রুমালের
হাওয়ার সঙ্গে অপেক্ষার যে প্রেম
তার ডালে ডালে আপেলের আত্মহত্যা
নেমে আসবে
এ গাঁয়ের বিবাহ, জ্বর, তাপমাত্রা নাকি ফুলগাছ
ডাক্তার ডিঙিয়ে ম ম করবে পংক্তি ...।

তারতম্য
জুতো সম্পর্কে পথের কিছু  দ্বিধাথরথর আছে
ধুলো জানে
কোঁকড়ানো কথা। অতিষ্ঠ কথা। ময়লা ঘটিত কথা।
সেইসব পড়ে তার চোখ নোনা স্বাদ পায়। শার্লক ফোটে
যেমন ঘাসের ওপর দিয়ে নেমে যাওয়া শ্যামল।
চৌখস গোড়ালির পাশে ফুটে ওঠা ঘাস ফুল।
এ এক মেঘলা চারণের দু-চরণ
এ যেন প্রচার বিমুখ আঙুলগুলোর কোমলতুতো অভিমত।

এমন আর কী


সোজা কথা আমার বিশ্বাস হয়েছে
কিন্তু এখনও পর্যন্ত অভিমান তোতলাতে দিইনি
কেন না দু একটা বালিকা এখনও কট্টর
আমার প্রয়াসে প্রস্তাব টানবে
আর জন্মক্ষণ একবার ফিসফিস করলে
থুতনির তিল তছনছ করে দেবে
তার শূন্যতা মুছবে না
এই রকম বিশ্বাস এসে দাঁড়িয়েছে
কোনো দুপুর বিকেল হলে আঙুল তাকে কষ্ট দেবে
দরকার মতো ওড়নার কুয়াশা
মেরামত করে নেবে সক্রিয় এমনকি
স্কার্ফেও শেষ পর্যন্ত কোন প্রোটিনের প্রয়োজন পড়বে না


জুড়তে থাকি
পছন্দ তুমি রজস্বলা গন্ধ,  তোমার স্মৃতি, তোমার আঁচড়
কালো মেয়ের মৌরিফুল তুমি
পাখির প্রথাগত এক বৈকালে এসেছিলে কিচিরমিচিরে
কারা যে সুখ! কারা যে মধু! সরু সরু স্নেহ
হয়তো তুমি জরায়ুঘটিত নও, হয়তো প্রচণ্ড নীলরং
প্রজাপ্রতি প্রসঙ্গ। উড়ে উড়ে গিয়ে ছিলে পাপড়ির
অস্তরাঙা ডাকে। সে সব তথ্য স্পষ্ট জানি না।
নিঃসঙ্গ মনে হলে,  স্পৃহা কমে এলে
 লোকালয়ে সন্ধ্যার মতো বিতাড়িত হলে
 ডোরাকাটা দক্ষিণ গ্রামের চরে
এই নৌকো রেখে যাবো




My Blogger Tricks

6 comments:

  1. অসম্ভব এক ভাষা মোমসূত্রে গাঁথা হচ্ছে...

    ReplyDelete
  2. অসম্ভব এক মোমসূত্রে ভাষা তার ডালিম খুলছে..

    ReplyDelete
  3. এভাবেই এগিয়ে যাক কবিতা নতুন আঙ্গিকে

    ReplyDelete
  4. সত্যিই ডাক্তার ডিঙিয়ে মম করছে পংক্তি

    ReplyDelete
  5. সব কিছু একাকার করে জয়ধ্বজা তুলুক ভাষা

    ReplyDelete
  6. সব কিছু একাকার করে জয়ধ্বজা তুলুক ভাষা

    ReplyDelete