Wednesday, April 13, 2016
ফুচকাপ্রবণ দিন
ফুচকাপ্রবণ দিন,
একের পর এক উৎসব তোমার আঁচল বাজিয়ে দিয়ে সরে পড়েছে! অথচ আলজিভ পর্যন্ত রগরগে হয়ে গিয়েছে
মরিচ সংবাদে। স্মৃতির ঝুড়িতে ঠান্ডা সাজানো গোল গোল শূণ্যতা শুধু। যার বিষন্ন ছিটে
জামার হাতলে মুছে নিয়ে ওই সব গেরিলা-সন্ধ্যায় যারা তোমায় একদিন ঘিরে দাঁড়িয়েছিল, তাদের
স্বাদ কোরক বিনিময় হয়ে গিয়েছে কবে। তেঁতুলগোলা এক্সপ্রেসে সবাইকেই দন্ডিত হয়ে ফিরে
যেতে হয় বিচ্ছিন্ন সাফারিতে, যেখানে সাজানো পর্দা সরিয়ে, দ্যাখো, বইছে জেলুসিল-বাতাস
Subscribe to:
Post Comments (Atom)
Kew ebhabe bhabte pare...pore khub bhalo laglo
ReplyDeleteKew ebhabe bhabte pare...pore khub bhalo laglo
ReplyDelete