Wednesday, April 13, 2016
আমার জুতো
এই যে জুতোর মধ্যে পা ঢুকলো না
অর্থাৎ একটা সম্ভাবনার মধ্যে ঢুকে
পড়লাম
অর্থাৎ আমার বড় হয়েছে
অথবা মুখটা সঙ্কুচিত
ব্যবহারের কার্পণ্যে হতে পারে
বয়সেও
অথচ বহু জুতোর অভ্যাস আমি করি নি
ভয়ে, সংক্ষিপ্ত হয়ে আসতে পারে এই
আপেলের দিন।
এক প্রবহমানতার বিষাদ ক্রমে গ্রাস
করে।
মান্যতা দিই তাকে।
কোলাহলমুখর
জুতো অগত্যা আমার সঙ্গে ঘুমোতে যাচ্ছে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment