Wednesday, April 13, 2016
ছবিটি হ্যান্ডমেড কাগজে মিশ্রমাধ্যমে আঁকা,বিষয় একটি নারীমুখ ... শিল্পী চিন্ময় মুখোপাধ্যায়। ছবিতে অবয়বটিই মুখ্য
তবে বাস্তব অনুসারী নয়, একটা fantasy আছে,
নারীর অন্যতম প্রধান মুখবৈশিষ্ট্য বলতে যা বোঝায় অর্থাৎ চুল-সেটাই
এখানে অনুপস্হিত।অর্থাৎ চিরন্তন সৌন্দর্য্য কি কেবল কতগুলো অনুসঙ্গের ওপর নির্ভর
করে ? তারই পরীক্ষা এখানে। আর রয়েছে শ্যাওলা সবুজ ও চাপা অথচ উজ্জ্বল হলুদ রঙ যা এক
স্নিগ্ধ প্রাচীনত্ত্বের স্বাদ দেয়।
শিল্পী দিলীপ মিত্রের প্রায় সব ছবির মতন এই ছবিটিও
অনামা, অ্যাক্রিলিকের রচনা। ছবিটিতে শিল্পী উপস্থিত,
কিন্তু মধ্যে নয় সামান্য একপাশে।
একটি খন্ডিত জলজ পাখি, কিছুটা সবজে অংশ ছবির এই পাশের
ভারসাম্য রাখছে। শিল্পীর ডান হাতখানি সংযোগ স্থাপন করেন ছবির অপর প্রান্তে। সেই
অংশটি গড়ে উঠেছে টুকরো টুকরো ইংরাজি শব্দ আর গুল্মজাতীয় অর্কিডের নির্মাণে। ছবির
একেবারে নিচে লটপটে পড়ে আছে যা দেখে কার্পেট অথবা সোফা সেট বলে মনে হবে, যার গায়ে চিত্রিত অর্কিড ফুল পাতা ইত্যাদি। টুকরো টুকরো ভাবে নির্মিত
রূপকল্পগুলিকে নিয়ে শিল্পী উপস্থাপনা করেছেন তাঁর আত্ম-কন্ডুয়নের নান্দনিক
নির্মাণ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment