এ বসন্ত এ শতফুল বিকশিত হও
রান্নাঘরের দেওয়ালে দেওয়ালে
কালো দিয়ে লিখে দেওয়া নাম, ইশারাগোচর
তুমি তো পরান্মুখী
কেটে ফেলার আগে যতটা অশ্বত্থ
গুপ্ত দাম্পত্যের বোতাম খোলা এ পালক, বৃষ্টি ঝরাও
অনেক ভেবেও যে প্রশ্ন কাচের ঝনঝন
তোমার ফেলে আসা নদী
বাজনা হয় ওগো
মরশুমি সর্পিল নিয়ে এই হাইওয়ে
বহুবর্ষীয় লোকগাথা রেডিও আর যা কিছু যযাতি
টুকে নিচ্ছে ব্রীজ গ্যালারি
গৃহস্থ পেরিয়ে এই স্টুডিও
মুখোমুখি ফাঁকা ট্রাম, একা, শব্দহীন, একা
বৃষ্টি পড়ছে কি
জুলিয়েট বিকেল আর ইকো পার্ক আর
প্যাকেটের দুধে কার্ফুটহল সেই যে ফুটছে
অনেক নেভে গৃহশৃক্ষকের ক্লাস সেইরকম
ব্লাইন্ড শহরে ঘর নাও তুমি
ভাসো
যে ক'দিনে মা উঠে আসে, বৃষ্টির স্বচ্ছতোয়া
যে ক'দিনে মা উঠে আসে, বৃষ্টির স্বচ্ছতোয়া
ReplyDeleteমুগ্ধ ।
ReplyDelete